একা ছিলাম ছিলাম ভালো ছিল নাতো জ্বালা
তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা,
একা ছিলাম ছিলাম ভালো ছিল নাতো জ্বালা
তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা,
ও তুমি কার দেখা পাইয়া, গেলা আমায় ভুলিয়া
তুমি কার দেখা পাইয়া, গেলা আমায় ভুলিয়া,
বুঝিনা কেন নিষ্ঠুর হলে
ভাসাইয়া আমায় চোখের জলে, বন্ধুরে
ভাসাইয়া আমায় চোখের জলে।
পিরিতি শিখাইয়া ভাবে তে মজাইয়া
পিরিতি শিখাইয়া ভাবে তে মজাইয়া
আজও এলে না ফিরে,
ভাসাইয়া আমায় চোখের জলে, বন্ধুরে
ভাসাইয়া আমায় চোখের জলে।
ওরে নদীর ধারে গিয়ে তুমি শপথ করেছিলে
ভুলিবেনা মোরে কভু এই জীবনও গেলে,
নদীর ধারে গিয়ে তুমি শপথ করেছিলে
ওরে ভুলিবেনা মোরে কভু এ জীবনও গেলে,
ও আমি কোনখানে যাবো, গেলে তোমারে পাবো
আমি কোনখানে যাবো, গেলে তোমারে পাবো,
বুঝিনা কেন নিষ্ঠুর হলে,
ভাসাইয়া আমায় চোখের জলে, বন্ধুরে
ভাসাইয়া আমায় চোখের জলে।
একা ছিলাম ছিলাম ভালো ছিল নাতো জ্বালা
তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা,
ও তুমি কার দেখা পাইয়া, গেলা আমায় ভুলিয়া
তুমি কার দেখা পাইয়া, গেলা আমায় ভুলিয়া,
বুঝিনা কেন নিষ্ঠুর হলে
ভাসাইয়া আমায় চোখের জলে, বন্ধুরে
ভাসাইয়া আমায় চোখের জলে।